• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৯:০৭ অপরাহ্ন |

বিএনপির প্রার্থীশূন্য আসনে পুনঃতফসিল নয়

ঢাকা, ২৪ ডিসেম্বর।। প্রার্থীশূন্য আসনে বিএনপির পুনঃতফসিলের আবেদন নাকচ করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আইনগতভাবে এই ধরনের কোনো সুযোগ নেই।

রবিবার প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদার সভাপতিত্বে কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে সাংবাদিকদের এই তথ্য জানান ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।

ইসি সচিব জানান, ”আদালতের সিদ্ধান্তে বিএনপির অনেক জায়গায় প্রার্থিতা স্থগিত বা বাতিল করা হয়েছে। উচ্চ আদালতের আদেশে বাতিল হওয়া বিভিন্ন আসনে বিকল্প প্রার্থী মনোনয়ন বা নির্বাচনি এলাকায় নির্বাচন স্থগিত চেয়ে বিএনপি একটি আবেদন করেছিল। কমিশন তাদের আবেদন-নিবেদনগুলো পর্যালোচনা করেছে। কমিশন মনে করে, এমন আবেদন আমলে নেওয়ার আইনগত কোনও সুযোগ নেই। ফলে বিকল্প প্রার্থী মনোনীত বা নির্বাচন স্থগিতের কোনও সুযোগ নেই বলে কমিশন সিদ্ধান্ত নিয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ