• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১০:৩৬ অপরাহ্ন |

প্রধানমন্ত্রীর পাঁচ উপদেষ্টা নিয়োগের প্রজ্ঞাপন জারি

সিসি ডেস্ক, ১৫ জানুয়ারী।। প্রধানমন্ত্রীর উপদেষ্টা নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। সোমবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রপতির আদেশক্রমে তাদের নিয়োগ দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রধানমন্ত্রীর পাঁচ উপদেষ্টা হলেন- এইচ টি ইমাম (রাজনৈতিক), ড. মসিউর রহমান (অর্থনৈতিক),  ড. গওহর রিজভী (আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক), মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক (নিরাপত্তা বিষয়ক) ও ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী (বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক)। শেখ হাসিনার নেতৃত্বে আগের মেয়াদেও তারা স্ব স্ব পদে দায়িত্ব পালন করছিলেন।

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত আদেশে বলা হয়েছে, প্রধানমন্ত্রী রুলস অব বিজনেস, ১৯৯৬ এর রুল ৩বি(১)-এ প্রদত্ত ক্ষমতাবলে ৭ জানুয়ারি তাদের প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে নিয়োগপূর্বক দায়িত্ব অর্পণ করেছেন।

উপদেষ্টা পদে অধিষ্ঠিত থাকাকালীন তারা মন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতাদি ও আনুসঙ্গিক সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ