• শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৪:৪৫ পূর্বাহ্ন |

আজ শুভ বুদ্ধ পূর্ণিমা

সিসি ডেস্ক, ১৮ মে ।। আজ বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বুদ্ধ পূর্ণিমা। অহিংসার বাণীতে এ উৎসবে যোগ দিতে সব ধর্মের মানুষকে আমন্ত্রণ জানিয়েছেন ভিক্ষুরা। নিরাপত্তা-ঝুঁকি না থাকলেও আইনশৃংখলা বাহিনীর তৎপরতায় সন্তুষ্ট তাঁরা। ভক্তরাও বলছেন, কোনো শঙ্কায়ই উৎসব উদযাপনে ভাটা পড়বে না।
শনিবার বৈশাখী পূর্ণিমা। আর এ তিথিতেই বুদ্ধ পূর্ণিমা উদযাপন করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা।
এ লগ্নেই জন্মেছেন মহামতি গৌতম বুদ্ধ। বোধি লাভ আর মহাপরিনির্বাণও একই ক্ষণে। দিনটির শুরুতে শুচিস্নান-নতুন বস্ত্রে প্রার্থনায় নত হবেন ভক্তরা।
তবে স্টার হলিডেতে শ্রীলঙ্কার গির্জায় হামলার পর দেশের বিহারগুলোতে আছে উদ্বেগ। তবে তাতে উদযাপনে ছেদ পড়বে না বলেও মনে করেন তারা।
বুদ্ধ সারা পৃথিবীকে শুনিয়েছেন অহিংসার বাণী। তাই প্রাত্যহিক জীবনে শুধু প্রার্থনামুখী নয়, আচরণ ও অনুশীলনেও তার দর্শন চর্চার তাগিদ দিচ্ছেন ভিক্ষুরা। বুদ্ধপূর্ণিমায় জাতি-ধর্ম নির্বিশেষে জানাচ্ছেন মৈত্রীর বন্ধনে আবদ্ধ হওয়ার আহ্বান।
কোনো শঙ্কা না থাকলেও, রাজাধানীর বাড্ডা, কমরাপুর ও আশুলিয়ার বিহারে থাকছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। ভক্ত-দর্শনার্থীকে দেয়া হয়েছে, ব্যাগ, ধারালো বস্তু, দাহ্য পদার্থ নিয়ে না আসার নির্দেশনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ