• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০২:৩৭ পূর্বাহ্ন |

ভারতের ফেনসিডিল ঢাকায় প্রক্রিয়াজাত, আটক ২

সিসি নিউজ, ২১ মে ।। ভারতের ফেনসিডিল ঢাকায় একটি বাসায় প্রক্রিয়াজাত করে বিক্রি করত একটি চক্র। অবশেষে ওই চক্রের দুইজনকে আটক করেছে পুলিশ।

সোমবার রাত পৌনে ১১টার দিকে রাজধানীর মগবাজার রেলগেট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলো- বিপ্লব হোসেন ওরফে রুবেল (৩২) ও ফারুক হোসেন (২৬)। বিপ্লবের বাড়ি দিনাজপুরের নবাবগঞ্জে আর ফারুকের বাড়ি একই জেলার হাকিমপুরে।

পুলিশ জানায়, দিনাজপুর সীমান্ত দিয়ে ভারত থেকে বোতলজাত ও খোলা ফেনসিডিল কিনে এনে রাজধানী ঢাকায় নতুন করে বোতলজাত করে বিক্রি করে তারা। বেশি লাভের আশায় পানি মিশিয়ে এক বোতল থেকে একাধিক বোতলে ফেনসিডিল বিক্রি করছে চক্রটি।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির ডিবি পশ্চিমের অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও প্রতিরোধ টিমের সিনিয়র সহকারী কমিশনার (এসি) হান্নানুল ইসলাম বলেন, আমাদের কাছে তথ্য ছিল, মগবাজার হয়ে একটি প্রাইভেটকারে ফেনসিডিলের চালান বিক্রির উদ্দেশে তেজগাঁও সাতরাস্তার দিকে আনা হচ্ছে। ওই খবরে আমাদের একটি দল মগবাজার রেলগেটে অবস্থান নেয়।

তিনি বলেন, পরে রাত পৌনে ১১টার দিকে প্রাইভেটকারটি আসা মাত্র ওই দুজনকে আটক করা হয়। এ সময় প্রাইভেটকারসহ ফেনসিডিল ও খালি বোতল, কর্ক ও ফেনসিডিলের বোতলের মুখ খোলা ও লাগানোর জন্য বিশেষ চিরুনি জব্দ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ