• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৭:১৮ পূর্বাহ্ন |

পিটিয়ে হত্যায় জড়িতের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ২৩ জুলাই ।। গুজব ছড়িয়ে পিটিয়ে হত্যার মতো ঘটনায় জড়িত সবার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। এসব ঘটনার পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে কিনা তাও খুঁজে বের করার ঘোষণা দিয়েছেন তিনি। অন্যদিকে আইনমন্ত্রী আনিসুল হকও, এ ধরনের অপরাধের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান জানিয়েছেন।
ছেলেধরা সন্দেহে গত দুই সপ্তাহে দেশের বিভিন্ন জায়গায় ঘটেছে মানুষ পেটানোর ঘটনা। এতে রোববার পর্যন্ত ১১ জন নিহত হওয়ার খবর এসেছে সংবাদ মাধ্যমে। আহতের সংখ্যা অর্ধ শতাধিক।
পিটিয়ে হত্যার মতো অপরাধের বিষয়ে সতর্ক করে এরই মধ্যে কঠোর বার্তা দিয়েছে পুলিশ সদর দপ্তর। একই বিষয়ে মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তার দাবি, সারাদেশে পিটিয়ে হত্যায় ঘটনায় এ পর্যন্ত ৬ জন মারা গেছেন। পিটুনিতে অংশ নেয়া কেউ ছাড় পাবে না বলে জানান মন্ত্রী।
অন্যদিকে, রাজধানীতে এক সেমিনার শেষে আইনমন্ত্রী জানিয়েছেন, পিটিয়ে হত্যায় জড়িতদের অবশ্যই আইনের মুখোমুখি হতে হবে।
বিচারবহির্ভূত হত্যা নিয়ে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, গ্রেপ্তার অপরাধীদের দ্রুত বিচার নিশ্চিত করা গেলে এনকাউন্টারে মৃত্যুর ঘটনা কমে যাবে। সেক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীও বিচারব্যবস্থার প্রতি আস্থা ফিরে পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ