• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৭:৩৮ অপরাহ্ন |

ডিমলায় প্রাথমিক বিদ‌্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ

সিসি নিউজ, ২৮ আগষ্ট ॥ সাম্প্রতিক তিস্তা নদীর বন্যায় ক্ষতিগ্রস্থ ডিমলা উপজেলার ১৪টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে ইউনিসেফ।
আজ বুধবার দুপুরের ডিমলা উপজেলা পরিষদ মিলনায়তনে প্রত্যেক শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণের ব্যাগ তুলে দেন ইউনিসেফের রংপুর ও রাজশাহী বিভাগীয় প্রধান নাজিবুল্লাহ হামীম।
ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহারের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান তবিবুল ইসলাম, প্রাথমি শিক্ষা দপ্তরের রংপুর বিভাগের উপ-পরিচালক মো. আব্দুল ওয়াহাব, ইউনিসেফের শিক্ষা কর্মকর্তা সিফাত-ই ইসলাম, যোগাযোগ কর্মকর্তা মনজুর আহমেদ, নীলফামারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ওসমান গণি, ডিমলা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার দাস উপস্থিত ছিলেন।
ইউনিসেফের যোগাযোগ কর্মকর্তা মনজুর আহমেদ জানান, চলতি বছরের জুলাই মাসে তিস্তার বন্যায় ডিমলা উপজেলার ১৪টি প্রাথমিক বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়। এসব বিদ্যালয়ে লেখাপড়া ব্যাহত হয় ২ হাজার ১০০ শিক্ষার্থীর। এর মধ্যে ১ হাজার ৮০০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ হিসেবে পাঠ্য বই, খাতা, কলম, পেন্সিল, স্কেল, জগ, মগ, স্কুল ব্যাগ প্রদান করা হয়। এছাড়াও প্রতিটি বিদ্যালয়ে ২০ লিটারের একটি করে পানির জার, জগ, গ্লাস, শিক্ষক-শিক্ষার্থী হাজিরা খাতা, কলম, চক, ডাস্টার, নোট খাতা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ