• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৫:৩০ অপরাহ্ন |

আত্রাইয়ে প্রাইভেট স্কুল এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) ।। নওগাঁর আত্রাইয়ে একাডেমিক এডুকেশন এ্যান্ড ইনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট সোসাইটির প্রাইভেট স্কুল এসোসিয়েশন ঢাকা এর অধীনস্থ শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় আত্রাই পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এসোসিয়েশনের অধীনস্থ ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের নার্সারী থেকে ৫ম শ্রেনী পর্যন্ত ২৫৬জন পরীক্ষার্থী এ বৃত্তি পরীক্ষায় অংশ নেয়।
সংগঠনটির আত্রাই উপজেলা সভাপতি ও শিশু কিশোর একাডেমি স্কুলের অধ্যক্ষ আসারাফুদৌলাহ্ নুর জানান, প্রতিবারের ন্যায় এ বৎসরও সংগঠনটির সকল স্কুলের শিক্ষার্থীরা মেধা যাচাইয়ে মাধ্যমে ও ভাল ফলাফলে তাদের শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম বয়ে আনবে।
পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য এসময় উপস্থিত ছিলেন কেন্দ্র সচিব ও দারুল এহসান মাদ্রাসা ও কেজি স্কুল, রানীনগর এর অধ্যক্ষ মোঃ ময়নুল ইসলাম, প্রাইভেট স্কুল এসোসিয়েশনের বিশেষ প্রতিনিধি আসাদুল ইসলাম, অধ্যক্ষ গোলাম মোস্তফা, রনি কুমার পাল, শিক্ষক আলমগীর হোসেন প্রমুখ।
এছাড়া প্রতিটি স্কুলের শিক্ষকরা পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থেকে পরীক্ষা পর্যবেক্ষন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ