• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৯:০০ অপরাহ্ন |

করোনায় বিএনপির সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রীর মৃত্যু

ঢাকা, ১১ মে ।। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন বিএনপি জোট সরকারের সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদক প্রতিমন্ত্রী মেজর জেনারেল (অব.) আনোয়ারুল তালুকদার।

রবিবার (১০ মে) দুপুরে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

বিষয়টি নিশ্চিত সাংবাদিকদের নিশ্চিত করেছেন আনোয়ারুল কবিরের চাচাতো ভাই জাতীয় ক্যান্সার গবেষণা ইন্সটিটিউটের রোগতত্ত্ব বিভাগের প্রধান ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার।

তিনি জানান, রবিবার দুপুর ২টা ২৫ মিনিটে সিএমএইচ হাসপাতাল আনোয়ারুল কবির মারা যান। তিনি এতদিন কভিড-১৯ আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।

আনোয়ারুল কবির ২০০১ সালে জামালপুর-৪ (সরিষাবাড়ি) আসন থেকে বিএনপির মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার আবদুস সালাম তালুকদারের ভাতিজা ছিলেন। অষ্টম জাতীয় সংসদে আনোয়ারুল কবির প্রথম দিকে জোট সরকারের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। এরপর তিনি বিএনপি চেলে লিবারেল ডেমোক্রেটিক পার্টিতে (এলডিপি) যোগ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ