• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৪:১৭ অপরাহ্ন |

সৈয়দপুরে বন্ধনের সাহিত্য ও সাংস্কৃতিক আসর “মাটির গান” অনুষ্ঠিত

সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুর শহরের ঐতিহ্যবাহী ও সুনামধন্য সাহিত্য সাংস্কৃতি সংগঠন বন্ধনের ১২তম সাহিত্য ও সাংস্কৃতিক আসর “মাটির গান”  অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ আগষ্ট) বিকাল ৫ টায় সৈয়দপুর এসআর প্লাজার (২য় তলা) বন্ধন কার্যালয় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে নিজ সংস্কৃতি নিয়ে আলোচনা সভায় বন্ধন সভাপতি আশরাফুল আলম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন কবি শেখ আব্দুল আউয়াল, বন্ধন উপদেষ্টা এম আরমান, বেলাল হোসেন। বন্ধনের সাধারন সম্পাদক রইজ উদ্দিন রকি স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া আসরে বন্ধনের শিল্পী মাধব চন্দ্র রায়, মনিষা, লিপি, আনোয়ার হোসেন, মাহাবুব, বিপ্লব, বাদশা সংগীত পরিবেশন করেন। আসরে কবিতা আবৃত্তি করে শিশু অনিক, কবিতা ও সাব্বির হুস্ইন। অনুষ্ঠানে নীলফামারী হতে আগত অতিথি শিল্পী রথিন্দ্রনাথ রায় এর ভাই তরুন রায় ও নারায়ন রায় মাটির গান পরিবেশন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ