• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০২:৩৭ পূর্বাহ্ন |

সকল বিষয়ে পরীক্ষা : এসএসসি এপ্রিলে, এইচএসসি জুনে

সিসি নিউজ ডেস্ক ।। আগামী বছরের এসএসসি পরীক্ষা হবে এপ্রিলে, আর জুন মাসে হবে এইচএসসি পরীক্ষা। এমন পরিকল্পনা নিয়েই প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড। আগামী বছর সব বিষয়েই পরীক্ষা নেয়ার চিন্তা শিক্ষা বোর্ডের।
শিক্ষা সূচি অনুযায়ী, ফেব্রুয়ারিতে এসএসসি এবং এপ্রিলে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। কিন্তু করোনার কারণে গত দুই বছরে এলোমেলো হয়েছে সেই সূচি।

২০২০ সালে এসএসসি পরীক্ষা নির্দিষ্ট সময়ে হলেও এইচএসসি পরীক্ষা নেয়া যায় নি। এ বছরও এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারির পরিবর্তে অনুষ্ঠিত হচ্ছে নভেম্বরের। আর এইচএসসি হবে ডিসেম্বরে।
শিক্ষা বোর্ডের পরিকল্পনা অনুযায়ী, আগামী বছরের এসএসসি এবং এইচএসসি পরীক্ষাও দুই মাস করে পিছিয়ে যাচ্ছে। এরই মধ্যে কিছুটা সংক্ষিপ্ত হয়েছে সিলেবাস।
তবে এবারের মতো তিনটি নয়, পরীক্ষা হবে সব বিষয়েই। জানুয়ারিতে শুরু হবে প্রশ্নপত্র তৈরি, একইসাথে হবে নির্বাচনী পরীক্ষাও।
সব বিষয়ে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত সঠিক বলে মনে করছেন শিক্ষকরা। পরীক্ষা পেছানোর ফলে সিলেবাস শেষ করে শিক্ষার্থীরা ভালোভাবে প্রস্তুতি নিতে পারবে বলেও ধারণা তাদের।
২০২৩ সাল থেকে স্বাভাবিক শিক্ষাসূচি অনুযায়ী এসএসসি এবং এইচএসসি পরীক্ষা নেয়া সম্ভব হবে বলে আশা করছে বোর্ড।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ